How to read Cliffs TOEFL
Author
Shakil Chowdhury
কিভাবে Cliffs' Toefl পড়বেন ❓
🔷 অনেকেই জানতে চেয়েছেন কিভাবে Toefl পড়বেন ।
✅ Competitive Exam এর ক্ষেত্রে ইংরেজি গ্রামার নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়। তবে গ্রামারের জন্য যে বইটি পড়ার জন্য সবচেয়ে বেশি বলা হয় তা হল Cliff's TOEFL। অনেকেই জানতে চায় কিভাবে Toefl পরে শেষ করা যায়। কেউ বলেছেন কিছুই বুঝেন না, আবার কেউ কেউ হয়ত কিছু কিছু বুঝেন কিন্তু কোথা থেকে শুরু করবেন তাই বুঝতে পারেন না। Toefl পড়ার ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। এটা কিন্তু নিজের ঢোল পিটানোর জন্য নয়। 😛 আশাকরি আপনাদের কাজে লাগবে।
⭕ I took only seven days to complete Cliff's Toefl. Yes only seven days. 🙂
1⃣ আমি Toefl এর প্রতিটা লাইন reading পরেছি। Subject থেকে শুরু করে একদম শেষ ভোকাবুলারি পর্যন্ত। এমনকি একটা Example ও বাদ দেয়নি।
2⃣ পড়ার সময় সাথে একটি খাতা-কলম রেখেছি Toefl এর বাংলা ভার্সন তৈরির জন্য। পড়তে গিয়ে যেগুলো সহজ লাগতো এবং বুঝতাম বিষয়গুলো মনে থাকবে সেগুলো লিখতাম না। কিন্তু যেগুলো কঠিন মনে হত, একবার পড়ে বুঝতামনা, সেগুলো নিজের মত করে মাতৃ ভাষায় (বাংলায় 😛 ) খাতায় লিখে রাখতাম। যাতে পরে revision দেওয়ার সময় আমার খাতাটাই যথেষ্ট হয়।
3⃣ প্রতিটা Topic এর শেষে Cliff's Toefl এ exercise আছে। একটা Topic শেষ করার সাথে সাথেই exercise করে ফেলতাম। Exercise এ আমার করা answer এর সাথে বইয়ের answer সাথে সাথেই মিলিয়ে দেখতাম। যদি আমার কোন answer ভুল হত, তাহলে বুঝতাম Topic টা আমি ভালভাবে বুঝতে পারিনি। তখন আবার Topic টা পরতাম এবং আমার ভুল টা বুঝার চেষ্টা করতাম।
4⃣ মিনি টেস্ট করার সময় শুধু ভুল বের করেই ইস্তফা দিতাম না, ভুলের শুদ্ধটা কি হবে তা খাতায় লিখতাম। প্রথম দিকে একটু সমস্যা হত কিন্তু পরবর্তীতে এটাই আমাকে Toeflএর উপর ভাল দখল নিতে সাহায্য করে।
5⃣ Toefl এর প্রতিটা Sample Test এর Section 2 টাও আমি শেষ করেছি ব্যাখ্যা সহ।
Competitive Exam এর ক্ষেত্রে ইংরেজি গ্রামার নিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হয়। তবে গ্রামারের জন্য যে বইটি পড়ার জন্য সবচেয়ে বেশি বলা হয় তা হল Cliff's TOEFL। অনেকেই জানতে চায় কিভাবে Toefl পরে শেষ করা যায়। কেউ বলেছেন কিছুই বুঝেন না, আবার কেউ কেউ হয়ত কিছু কিছু বুঝেন কিন্তু কোথা থেকে শুরু করবেন তাই বুঝতে পারেন না। Toefl পড়ার ব্যাপারে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। এটা কিন্তু নিজের ঢোল পিটানোর জন্য নয়। 😛 আশাকরি আপনাদের কাজে লাগবে।
6⃣ প্রতিটা exercise করে খাতায় লিখতাম 'Alhamdulillah' এবং মুখেও বলতাম।
7⃣ এছাড়া ও আমি ব্যক্তিগতভাবে কিছু টেকনিক ব্যবহার করেছি যাতে সহযে মনে রাখা যায়। যেমনঃ Copulative verb এর একটা লিস্ট দেয়া আছে। "become, feel, taste, seem etc". লিস্ট মুখস্ত না করে দেখলাম be verb দিয়ে copulative verb কে Replace করা যায়। এতে অর্থের পরিবর্তন হয়না।
I feel happy/ I am hhappy. মুখস্ত এর হাত থেকে তো বাচলাম। এভাবে আরো অনেক টেকনিক। এই পদ্ধতি আমার ছাত্র-ছাত্রীদের উপর প্রয়োগ করে দেখেছি বেশ ফলপ্রসূ।
⚛ উল্লেখ্য, Toefl আমি কোন স্যারের কাছে করিনাই। নিজে নিজেই করেছি।
✅ আমি যেভাবে Toefl শেষ করেছি, ওইভাবেই ছাত্র-ছাত্রীদের পড়ার জন্য আমি পরামর্শ দেই। কিভাবে পড়তে হবে তার স্যাম্পল ছবিতে দিলাম। If you are confused how to read Toefl, you can try this process.
Happy Preparing
#learn_today_lead_tomorrow
হাসানুল পান্না শাকিল
More Blogs