পেট্রোবাংলার প্রশ্ন প্যাটার্ন
পেট্রোবাংলার ৬৭০ পদে নিয়োগের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কিত তথ্য :
এক্সাম টেকার:
১) প্রশাসন ( সাধারণ) ,অর্থ ও প্রশাসন (পেশাগত) ক্যাডারের পরীক্ষা নিবে-IBA, DU
২) কারিগরি বা টেকনিক্যাল ক্যাডার যেমন -EEE/CSE/CHE/ME/Chemistry/ Geology/Geophysics/ Environment ইত্যাদির পরীক্ষা নিবে-BUET
প্রশ্ন প্যাটার্ন :
১) সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) /সহ: কর্মকর্তা প্রশাসন এইরূপ যে সব পদের ক্ষেত্রে যেকোনো সাবজেক্ট থেকে অনার্স/মাস্টার্স করা প্রার্থীগণ আবেদন করেছেন। তাই এসব পদের ক্ষেত্রে IBA সাধারণত ১ঘন্টা ৩০মিনিটে ৮০ নম্বরের MCQ এবং ২০ নম্বরের Written প্রশ্ন দেয়।
৮০ মার্ক MCQ এর জন্য ৯ম/১০ম গ্রেডের প্রার্থীগণ "Phenom IBA পেট্রোবাংলা" স্পেশালে দেওয়া IBA এর বিগত সকল প্রশ্ন ব্যাখ্যাসহ পড়বেন।
২০ মার্ক Written এর জন্য আপনাকে সাম্প্রতিক আলোচিত টপিকের উপরে ছোট paragraph / Focus writing, Letter, Argument writting ও Written Math দিতে পারে। তাই এগুলোতে দ্রুত লিখতে পারার দক্ষতা থাকতে হবে (ইংরেজিতেই দেওয়ার সম্ভাবনা বেশি)। শুধু পড়ে গিয়ে পরীক্ষার হলে লিখতে পারবেন না, তাই বাসায় বসে সময় ধরে হাতে লেখার প্রাক্টিস করবেন।
২) সহকারী ব্যবস্থাপক (পেশাগত) যেমন- অর্থ, আইন, লাইব্রেরি ইত্যাদি পদে যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ে অনার্স-মাস্টার্স করা প্রার্থীগন এপ্লাই করেছেন তাদের পরীক্ষাও IBA নিবে। তাদের প্রশ্ন প্যাটার্ন হবে ১ঘন্টা ৩০ মিনিটে ৬০ মার্কের MCQ ও ৪০ মার্কের বিষয়ভিত্তিক রিটেন।
৬০ মার্ক MCQ এর জন্য ৯ম/১০ম গ্রেডের প্রার্থীগণ Phenom IBA পেট্রোবাংলা স্পেশালে দেওয়া IBA এর বিগত সকল প্রশ্ন ব্যাখ্যাসহ পড়বেন।
৪০ মার্কের রিটেন এর জন্য-আপনার ডিপার্টমেন্টাল প্রস্তুতি নিবেন। যেমন-আইন নিয়ে পড়লে আইন সম্পর্কিত বিষয়ে বা লাইব্রেরি নিয়ে পড়লে লাইব্রেরি ম্যানেজমেন্ট এর উপরে বেসিক লিখিত প্রস্তুতি নিবেন।
৩) সহ: ব্যবস্থাপক এর ইঞ্জিনিয়ারিং( EEE, CSE, CE ,CHE ইত্যাদি ), উপসহকারী প্রকৌশলী, কারিগরি (Geology, Geophysics, Environment, Chemistry) ইত্যাদি পদের পরীক্ষা BUET নিবে।
তাদের প্রশ্ন প্যাটার্ন হবে ১ ঘন্টা ৩০ মিনিটে- ৬০ মার্কের MCQ ও ৪০ মার্কের বিষয়ভিত্তিক রিটেন।
৬০ মার্কের MCQ এর জন্য ৯ম/১০ম গ্রেডের প্রার্থীগণ সাধারণ বিসিএস এর প্রস্তুতির মতো করে ফেনোম'স টপিভিত্তিক জব সলিউশন প্লাস দেখতে পারেন।
৪০ মার্কের রিটেন এর জন্য- আপনি আপনার ডিপার্টমেন্টাল বিষয়ে পড়াশোনা করবেন। যেমন-মেকানিক্যাল নিয়ে পড়লে মেকানিক্যাল সম্পর্কিত বিষয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে প্রস্তুতি লিখিত নিবেন।
প্রকৌশলী জয় প্রকাশ রায়
সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)
বাপেক্স, পেট্রোবাংলা
More Blogs